বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফাসিয়াতালা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের সন্ধান মিলেছে। নিখোঁজের তিন দিন পর খুলনার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে তাদের বাড়িতে আনা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির মধ্যে তারা মাদরাসা থেকে নিখোঁজ হয়েছিল।
উদ্ধার হওয়া ছাত্ররা হলেন — মোরেলগঞ্জ উপজেলার ফাঁসিয়াতলা গ্রামের মামুন হোসেনের ছেলে নাসিম মাহমুদ সিয়াম (১৫) ও একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. রিফাত (১৬)।
দু’জনই একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং ইতোমধ্যে কোরআনের ১৭-১৮ পারা মুখস্থ করেছে।
মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির সময় বাইরে বেরিয়ে তারা নিখোঁজ হয়। এরপর থেকে পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ এলাকার বিভিন্ন স্থানে খোঁজ করছেন, কিন্তু তাদের সন্ধান মিলছিল না।
মাদরাসার সুপার আরও জানান, গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকেলে নিখোঁজ রিফাত তার মায়ের কাছে ফোন করে জানায় যে তারা খুলনা আছে। এরপর নিখোঁজ ছাত্র নাসিম মাহমুদ সিয়ামের চাচা হাফেজ রাকিব হোসেন দু’জনকে খুলনা থেকে উদ্ধার করে শনিবার রাতে বাড়ি নিয়ে এসেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার হয়েছে। তারা নিরাপদে পরিবারের হেফাজতে আছে।
এলএইস/