কুমিল্লার তরণী সাহিত্য কাফেলা আয়োজিত দুই মাসব্যাপী ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লা মহানগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন-সমন্বয়ক মুফতি মুহিউদ্দীন আহমাদ মাসূম।
বাদ জুমা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানমালায় ছিল কোর্সের প্রশিক্ষণার্থীদের পরীক্ষা, আমন্ত্রিত অতিথিদের আলোচনা, ফলাফল ঘোষণা, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ।
মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কবি, দার্শনিক ও রাষ্ট্র চিন্তক শায়খ মুসা আল হাফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কামরুল হাসান খান খোকন, মুফতি শামসুল ইসলাম জিলানী, কবি মুনীরুল ইসলাম, মনযূরুল হক, মুফতি নাঈমুল ইসলাম, মাওলানা শামসুদ্দীন সাদী, মুফতি জসিম উদ্দিন কাসেমী, মাওলানা সাখাওয়াত রাহাত, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা আবদুল্লাহ আল মামুন মোস্তফী, মুফতি সালমান হোসাইন, মুফতি আশরাফ আলমাহমুদ, মুফতি আশরাফ তানভীর প্রমুখ।
মুখ্য আলোচক মুসা আল হাফিজ কুমিল্লার হাজার বছরের মুসলিম ঐতিহ্য ইসলামি কৃষ্টি কালচার তুলে ধরে তরুণ লেখকদের কালের গর্ত থেকে সে সব ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
অন্য আলোচকরা সময়ের চাহিদা পূরণে তরুণ প্রশিক্ষণার্থীদের সাহিত্য সাংবাদিকতায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কোর্সে উত্তীর্ণ ৬৬ জন প্রশিক্ষণার্থীকে সনদ ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জনাকীর্ণ এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এলএইস/