রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে মারা গেছেন রাজবাড়ীর সদর উপজেলার চর রামকান্তপুর গ্রামের সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭)।
নিখোঁজ হওয়ার ৭ মাস পর গতকাল বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে।
নিহত নজরুল ইসলাম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল ছিলেন। ২০২০ সালে সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি বাঁধাই মালের ব্যবসা শুরু করেন।
ব্যবসায় লোকসানের কারণে আর্থিক সংকটে পড়েন তিনি। এ অবস্থায় স্থানীয় এক দালাল ফরিদ হোসেনের প্রলোভনে নিরাপত্তাকর্মীর চাকরির আশায় গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেন নজরুল।
পরিবারের দাবি, রাশিয়ায় পৌঁছানোর পর নজরুলকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ না দিয়ে সামরিক প্রশিক্ষণ শেষে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। এপ্রিলের শেষ দিকে তার পরিবারের সঙ্গে সর্বশেষ ফোনে যোগাযোগ হয়।এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নজরুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমার ভাই সংসারের হাল ধরতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। আমরা কখনো ভাবিনি দালালের খপ্পরে পড়ে তাকে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিতে হবে। এখন তার স্ত্রী ও চার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
নজরুল ইসলামের মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘নজরুল একজন ভদ্র, পরিশ্রমী ও পরিবারকেন্দ্রিক মানুষ ছিলেন। চাকরির নামে বিদেশে গিয়ে যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক।’
নজরুলের পরিবার সরকারের কাছে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে আর্থিক সহায়তার আবেদনও জানিয়েছে তারা।
এলএইস/