বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

হত্যার পর মা-বাবাকে ঘরের মেঝেতে পুঁতে রাখেন ছেলে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুয়ায় আসক্ত ছেলে মা-বাবাকে হত্যার পর শোবার ঘরের খাটের নিচে পুঁতে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকেই ছেলে রাজু শেখকে আটক করে পুলিশ। জানা যায়, বৃদ্ধ বাবা-মায়ের একমাত্র ছেলে রাজু শেখ।

বুধবার (৮ অক্টোবর) রাতে উত্তরবঙ্গ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন মোহাম্মদ আলী (৬৫) ও বানুয়ার বেগম (৫৫)।

পরিবার সূত্রে জানা যায়, ঘাতক ছেলে দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ায় আসক্ত। সে বুধবার সকাল ১১টার দিকে নিজ ঘরে প্রথমে মা বানোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পুঁতে রাখে। রাতের বেলায় বাবা মোহাম্মদ আলীকে হত্যা করে একই ঘরে মাটিচাপা দেয়। ঘাতক সন্তানের হাতে মা-বাবা হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে নিহতের মেয়ে জরিমানা খাতুন বলেন, বাবার মোবাইল ফোন বন্ধ পেয়ে ছোট ভাইকে ফোন করে জিজ্ঞেস করি আব্বা-আম্মা কোথায় আছেন। সে বলে, বাড়িতেই আছে। তাদের সঙ্গে কথা বলতে চাইলে সে দিতে অস্বীকার করে। তখন সন্দেহ হয়। বাড়িতে এসে দেখি বাবা-মা ঘরে নাই।

তিনি আরও বলেন, বাড়িতে এসে ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো দেখে সন্দেহ বাড়ে। এ সময় খাটের ওপরে থাকা সবকিছু ভিজা কেন জানতে চাইলে বলে বিছানায় পানি পড়েছে । পরে ঘরে থাকা ট্রাংকের নিচে রক্ত ও বালুমাখা জিনিস দেখে সন্দেহ আরও গভীর হয়। একপর্যায়ে ট্রাংকের নিচে থাকা বালু সরালে মা-বাবার হাত দেখা যায়।

তখন জরিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘাতক রিয়াদ হোসেন রাজুকে (৩০) আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটা তদন্ত চলছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ