নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার সোহাগ হোসেন কর্তৃক পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর শাখা।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, কোরআন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক প্রাণ; এ পবিত্র কিতাবকে অবমাননা মানে গোটা মুসলিম জাতির হৃদয়ে আঘাত করা। তারা বলেন, এ ধরনের ঘৃণ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দেশজুড়ে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই দ্রুত ও ন্যায়সংগত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হওয়ার সাহস না পায়।
বক্তারা আরও বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের বিচারের মাধ্যমে কোরআনের মর্যাদা রক্ষা করতে হবে। তারা সতর্ক করে বলেন, “যদি সুবিধাবাদী মনোভাবে কেউ দোষীদের ছেড়ে দেয় বা বিচারে বিলম্ব ঘটায়, তবে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে।
সমাবেশে অংশগ্রহণকারীরা কোরআনের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মুসলিম সমাজের ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিজবুল্লাহ, মুহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আল মাহিন ও মানসুরুল করিম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে সংযম ও আইন-শৃঙ্খলা মেনে প্রতিবাদের আহ্বান জানান।
এলএইস/