মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ ।। ২২ আশ্বিন ১৪৩২ ।। ১৫ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’ আল্লাহ তাআলা কোরআন অবমাননাকারীর জন্য যে কঠিন শাস্তি রেখেছেন। অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে শাহপরানে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নির্বাচনী কর্মকর্তারা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি নির্বাচন অবাধ ও গ্রহনযোগ্য করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত ফেরেশতারা নারী না পুরুষ? ইসলামি দৃষ্টিকোণ ‘দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ প্রমাণ করতে অপূর্ব পালদের মাধ্যমে জঘন্য কর্মকাণ্ড’ ইসলামি বইমেলা: বৈচিত্র্যপূর্ণ আয়োজনেও সীমাবদ্ধতার নানা ছাপ ১৭ মাসেই হাফেজ, বাইসাইকেল উপহার দিলো মাদরাসা কর্তৃপক্ষ টাইফয়েড সচেতনতা ও টিকাদান কর্মসূচি সফল করতে ইমাম কর্মশালা

টাইফয়েড সচেতনতা ও টিকাদান কর্মসূচি সফল করতে ইমাম কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে স্থানীয় ধর্মীয় নেতা ও ইমামদের নিয়ে এক কর্মশালা মঙ্গলবার (৭ অক্টোবর) রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও ধর্মীয় নেতারা এ কর্মশালায় অংশ নেন।

রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তারিফ-উল-হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সোহেল শেখ।

অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসান বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। জনগণকে সচেতন করতে খাবার গ্রহণে স্বাস্থ্যকর পরিবেশ, হাত ধোয়া এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে সন্তানদের নিরুৎসাহিত করা ইত্যাদি বিষয় জুম্মার খুতবায় আলোচনার মাধ্যমে মসজিদের মুসল্লিদের উদ্বুদ্ধ করলে মানুষ অতি দ্রুত সচেতন হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি প্রচার করা হলে সাধারণ মানুষ টিকা গ্রহণে উৎসাহ পাবে। প্রশাসনের জন্যও কাজটি সহজ হয়ে যাবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. সোহেল টাইফয়েডের কারণ, লক্ষণ ও প্রতিরোধে টিকার ভূমিকা তুলে ধরে বলেন, টিকাদানের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। ধর্মীয় নেতাদের কথায় সাধারণ মানুষ বেশি আস্থা রাখে। তাই ইমামরা যদি ধর্মীয় বক্তব্যে টাইফয়েড টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন, তবে জনগণ আরও সচেতন হবে এবং টিকাদান কর্মসূচি সফল হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম কমিটির সভাপতি ইলিয়াস আলী মোল্লা, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মো. আক্কাস আলী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. ফিরোজ আল মামুন। ফিল্ড অফিসার আব্দুর রশিদ কর্মশালা সঞ্চালনা করেন। 

কর্মশালা শেষে ইমামদের মধ্যে টাইফয়েডের টিকাদান সংক্রান্ত তথ্যপত্র, পোস্টার ও প্রচারণা সামগ্রী বিতরণ করা হয়। ২৫ জন ধর্মীয় নেতা এবং কওমি মাদরাসা ও মসজিদ ভিত্তিক শিশু প্রকল্পের ১৫ জন মহিলা শিক্ষক এ কর্মশালায় অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ