বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

টাইফয়েড সচেতনতা ও টিকাদান কর্মসূচি সফল করতে ইমাম কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে স্থানীয় ধর্মীয় নেতা ও ইমামদের নিয়ে এক কর্মশালা মঙ্গলবার (৭ অক্টোবর) রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও ধর্মীয় নেতারা এ কর্মশালায় অংশ নেন।

রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তারিফ-উল-হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সোহেল শেখ।

অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসান বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। জনগণকে সচেতন করতে খাবার গ্রহণে স্বাস্থ্যকর পরিবেশ, হাত ধোয়া এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে সন্তানদের নিরুৎসাহিত করা ইত্যাদি বিষয় জুম্মার খুতবায় আলোচনার মাধ্যমে মসজিদের মুসল্লিদের উদ্বুদ্ধ করলে মানুষ অতি দ্রুত সচেতন হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি প্রচার করা হলে সাধারণ মানুষ টিকা গ্রহণে উৎসাহ পাবে। প্রশাসনের জন্যও কাজটি সহজ হয়ে যাবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. সোহেল টাইফয়েডের কারণ, লক্ষণ ও প্রতিরোধে টিকার ভূমিকা তুলে ধরে বলেন, টিকাদানের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। ধর্মীয় নেতাদের কথায় সাধারণ মানুষ বেশি আস্থা রাখে। তাই ইমামরা যদি ধর্মীয় বক্তব্যে টাইফয়েড টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন, তবে জনগণ আরও সচেতন হবে এবং টিকাদান কর্মসূচি সফল হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম কমিটির সভাপতি ইলিয়াস আলী মোল্লা, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মো. আক্কাস আলী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. ফিরোজ আল মামুন। ফিল্ড অফিসার আব্দুর রশিদ কর্মশালা সঞ্চালনা করেন। 

কর্মশালা শেষে ইমামদের মধ্যে টাইফয়েডের টিকাদান সংক্রান্ত তথ্যপত্র, পোস্টার ও প্রচারণা সামগ্রী বিতরণ করা হয়। ২৫ জন ধর্মীয় নেতা এবং কওমি মাদরাসা ও মসজিদ ভিত্তিক শিশু প্রকল্পের ১৫ জন মহিলা শিক্ষক এ কর্মশালায় অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ