ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে শামীম আশরাফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর বড় মসজিদ গেইটে যোহর নামাজের পর ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে সাধারণ মুসল্লিরা শামীমকে শাস্তির আওতায় আনার দাবি জানায়। এরপর রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
এর আগে সোমবার সকাল ১১টায় শামীম আশরাফ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।”
এর দুই ঘণ্টা পর তিনি একটি পোস্টে আরেকটি মন্তব্যকারীকে বেহেস্তকে নিয়ে কটুক্তি করেন। এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদ সৃষ্টি হয়।
জোহরের নামাজের পর একটি বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়। এ ঘটনায় শামীম আশরাফ তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, শামীম আশরাফকে রাত পৌনে ১০টার দিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শামীম আশরাফ সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় এবং তার “গ্রাফিটি” নামের একটি ডিজাইন প্রতিষ্ঠান রয়েছে।
এনএইচ/