বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

কোটচাঁদপুর রিয়াজুল কোরআন মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রিয়াজুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল বাস্তবায়নে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে মাহফিলের প্রচার প্রচারণার কার্যক্রম শেষ হয়েছে।

আজ মঙ্গলবার মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে বাদ মাগরিব থেকে। আর বাদ আসর থেকে চলবে ছাত্রদের হামদ-নাত ও কিরাত পরিবেশনা। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসসিরে কোরআন ও দেশ-বিদেশে সাড়া জাগানো ইসলামী সংগীত শিল্পী, ঢাকা কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক মুফতি সাঈদ আহমদ।

দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন দক্ষিণবঙ্গের খ্যাতিমান আলোচক লেখক গবেষক ও কোটচাঁদপুরের ঐতিহ্যবাহী মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি খালিদ হাসান বিন শহীদ।

বিশেষ বক্তা রয়েছেন, কোটচাঁদপুর মডেল মসজিদের খতিব মাওলানা আবুল বাশার, শিহরণ সংস্কৃতিক পরিষদের গীতিকার মাওলানা আলী আজম মৃধা, ঝিনাইদহের গান্না বাজার দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সামাদ, রিয়াজুল কোরআন মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ। এছাড়াও অন্যান্য উলামায়ে কেরামগণ এই মাহফিলে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের পরিচালক ও মুহতামিম মাওলানা মামুন কবির বলেন, গ্রামবাসী ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ বছর দুজন হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। মূলত এই উপলক্ষ করে আজকের এ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি মাহফিলের সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ