নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআনুল কারিম অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ সমাজ। এ জঘন্য ও নিন্দনীয় কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা, মাদরাসা শিক্ষক, ইসলামি চিন্তাবিদ, ছাত্র ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, কোরআন মুসলমানদের প্রাণ ও হৃদয়ের কেন্দ্রবিন্দু। এর অবমাননা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। ইসলাম ও মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যে অপচেষ্টা করা হয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে কোরআন অবমাননা বা ইসলামবিরোধী কর্মকাণ্ডের স্থান নেই। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
বক্তারা প্রশাসনের কাছে অপূর্ব পালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা জোরদার করার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েত উল্লাহ কাসেমি। প্রধান অথিতির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার। সভায় দেশের বিভিন্ন জেলার ওলামা-মাশায়েখ ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএইচ/