বাস্তবতার প্রয়োজনীয়তা উপলব্ধি ও মানবজীবনে সংশয় দূরীকরণ এবং ইসলামি সমাজ বিনির্মাণের লক্ষে ফিকরুল উম্মাহ পরিষদের পরিশুদ্ধ জীবন গঠনে শুদ্ধ ফিকাহের অধ্যয়নে ইমাম আজম রহ. কনফারেন্স ২০২৫ সিলেটে সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।
কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ফকিহ, শায়খুল হাদিস, ইসলামিক স্কলার মুফতি দিলাওয়ার হুসাইন ঢাকা; বিশিষ্ট লেখক, গবেষক, মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন ঢাকা; মাওলানা আতাউল হক জালালাবাদী সিলেটসহ আরও বরেণ্য উলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন।
কনফারেন্সে আগত শ্রোতাদের বেশ কয়েকজন জানান, আজ সমাজের পরতে পরতে শুদ্ধ অশুদ্ধ মাসয়ালা মাসায়েল এর ছড়াছড়ি, সময়ের এই চরম বাস্তবতা উপলব্ধি করে ফিকরুল উম্মাহ পরিষদ এই আয়োজন সর্বস্থরের মানুষের জন্য উপকৃত ও আগামীর পথচলার অনন্য পাথেয় হবে।
তারা আরও জানান, গোলাপগঞ্জ সর্বপ্রথম এরকম একটি আয়োজন করেছে ফিকরুল উম্মাহ, তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনেও এরকম আয়োজন এর ধারাবাহিকতা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান।
এনএইচ/