নূরানী পদ্ধতির আবিষ্কারক, মুফাক্কিরে জামান আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির বার্ষিক সভা [২য় পর্ব] বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় নূরানী টাওয়ার ৮ম তলায় শায়খুল কুরআন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হোসাইন কাসেমী।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির মহাসচিব হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন।
পরিচালক তার বক্তব্যে চলমান শিক্ষাবর্ষ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
নসিহতমূলক বক্তব্য পেশ করেন শায়খুল কুরআন হজরতজ্বী রহ.-এর ৪র্থ সাহেবজাদা শায়খ আবু মুরতাজা মোহাম্মদ ফয়জুল্লাহ।
সভায় সমাপনী পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা, পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা, ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস, পাঠ্যপুস্তক ও ক্যালেন্ডারসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক, যুগ্ম মহাসচিব মাওলানা নুর আহমদ আল ফারুক, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ তারেক, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মাদুল্লাহ, হাফেজ আমিনুল হক (নোয়াখালী), নূরুল আমীন জসিম ( নোয়াখালী), মাওলানা আব্দুল্লাহ (কুমিল্লা), মাওলানা নূরুল ইসলাম (কুমিল্লা), মাওলানা জিয়াউর রহমান (ঝিনাইদহ), মাওলানা ওয়ালিউল্লাহ (ফেনী), মাওলানা আব্দুল আজিজ (টাঙ্গাইল), মাওলানা আব্দুল আউয়াল (টাঙ্গাইল), মাওলানা আশেকে এলাহী (খুলনা), মাওলানা ইসমাইল (লক্ষীপুর), মাওলানা আব্দুর রহীম ( লক্ষীপুর), মাওলানা মামুন ( খুলনা), মাওলানা সাইফুল ইসলাম (চট্টগ্রাম), মাওলানা আবুল হাসান (ভোলা), মাওলানা সামির উদ্দিন (ঢাকা), মাওলানা ফরিদ হোসেন (জামালপুর)-সহ সকল কেন্দ্রীয় সদস্য ও জেলার প্রতিনিধিরা।
আরএইচ/