৩ অক্টোবর '২৫, ( শুক্রবার)দুপুর ২.৩০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানার উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ নগরীর পাঠানটুলাস্থ আর-রশিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জুনাইদ আসিফের পরিচালনায় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহিবুর রহমান রায়হান।
সমাবেশে থানা সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য জালালাবাদ থানার নির্বাচিত সভাপতি হিসেবে ইশমাম আহমদ ও মনোনীত সেক্রেটারি হিসেবে সাঈদ ইব্রাহিম নাবিলের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান।
সমাপনী অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, সিলেট মহানগরীর স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী ও এমসি কলেজ বায়তুলমাল সম্পাদক জুনাইদ ইবনাত আসিফ।
নব-মনোনীত সেক্রেটারি সাঈদ ইব্রাহিম নাবিলের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জালালাবাদ থানার প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক - আবরারুল হক কামরান, বায়তুলমাল সম্পাদক - ইয়াহইয়া আহমদ, অফিস ও প্রকাশনা সম্পাদক - উমায়ের খান, ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক - আশরাফুল ইসলাম, স্কুল কার্যক্রম সম্পাদক - উবায়দুর রহমান সাফওয়ান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক - আতহার মুহসিন ও আখালিয়া আবাসিক শাখা দায়িত্বশীল আবু বক্কর সিদ্দিক তাহমিদ প্রমুখ।
আরএইচ/