ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। হ্যাকাররা প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে সেখানে একটি হুমকিপূর্ণ বার্তাও প্রকাশ করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির ফেসবুক পেজ থেকে হ্যাকার গ্রুপ এ তথ্য নিশ্চিত করে। এসময় ‘Team MS 47OX’ নামের গ্রুপটি দাবি করে, ইসলামী ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে।
ব্যাংকের পেজ ঘুরে দেখা যায়, নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কভার ফটোতে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।
হ্যাক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজ ভোরে ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক হয়েছে এবং বিষয়টি সমাধানে আইটি বিভাগ কাজ করছে।
এদিকে হ্যাকিংয়ের ঘটনায় ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
এনএইচ/