বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

অসুস্থ মাওলানা ইনআ'মুল হাসান ফারুকীর উন্নত চিকিৎসার জন্য নগদ ৩ লক্ষ টাকা জমা দিলো কুমিল্লা জেলা হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকী’র  উন্নত চিকিৎসার জন্য নগদ তিন লক্ষ টাকা জমা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখা।

আজ ১ অক্টোবর বুধবার বেলা ২ টা ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ . এর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা। আজ  সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ মাওলানা ইনআ'মুল হাসান ফারুকী’র হাতে তুলে দেন হেফাজতে  ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী ।

 এছাড়াও আরো কয়েক দিনের ভিতর কুমিল্লা জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ থেকে ফান্ড সংগ্রহ করে অতি শীঘ্রই দ্বিতীয় ধাপে অনুদান জমা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার জেরে গত ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় ১৬টি মিথ্যা মামলায় মাওলানা এনামুল হাসান ফারুকী কারাভোগ করেন। তার একমাত্র অপরাধ ছিল আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ:-এর বিশ্বস্ত ছায়াসঙ্গী হওয়া। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে ২৪ দিন রিমান্ডে অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন এবং চিকিৎসাবিহীন টানা দেড় বছর কারাভোগ মাওলানা ফারুকী’র জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠে।

গ্রেফতারের পর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর একনিষ্ঠ ব্যক্তিগত সহকারীর শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। ইতোপূর্বে তিনি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসকদের পাশাপাশি চেন্নাই সিএমসি হাসপাতালে প্রায় বছরখানেক চিকিৎসা নিয়েছেন। এই চিকিৎসার অংশ হিসেবে আজই তাকে চীনের গুয়াংজু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী।  মুফতি শামসুল ইসলাম জিলানী অসুস্থ মাওলানা এনামুল হাসান ফারুকী’র আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী জাবের কাসেমী, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুফতি জাকির হুসাইন, দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মাও নজরুল ইসলাম ফয়েজী ও মনোহরগঞ্জ থানার সহ-সেক্রেটারি মাওলানা লোকমান  প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ