রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান জাতীয় নাগরিক পার্টির ৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কাউন্সিল গঠন আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী

নাটোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক, স্বামী-শ্বশুর পলাতক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার নান্দ-রায়পুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী এবং ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে। তার চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘরের ভেতর একা ছিলেন নিলা। হঠাৎ তার শাশুড়ি মর্জিনা বেগম ঘরে ঢুকে ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরে নিলার ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ও লালপুর থানা পুলিশের একটি যৌথ দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওয়ালিয়া ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান জানান, “মরদেহ থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি মর্জিনা বেগমকে আটক করা হয়েছে। তবে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর খোশবার হোসেন ঘটনার পর থেকেই পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ