মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

মসজিদের দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহি মসজিদের দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে পাকা দানবাক্সটি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

‎স্থানীয় সূত্রে জানান, প্রায় সাড়ে ৪০০ বছরের পুরোনো এই মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক মুসল্লিসহ বহু মানুষ নামাজ আদায় করেন এবং নিয়মিত দান ও মান্নত করে থাকেন। ফলে দানবাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়। প্রতি ২ থেকে ৩ মাস অন্তর অন্তর খোলা হয় দানবাক্সটি। সর্বশেষ গত মে মাসে দান বাক্সটি খুলে পাওয়া গিয়ে ছিল প্রায় ৯০ হাজার টাকা।

সম্প্রতি অষ্টগ্রামে ২-৩টি ধর্মীয় অনুষ্ঠানের কারণে বহু মানুষের সমাগম হওয়ায় লাখ টাকার বেশি জমা পড়ার কথা। কুতুব শাহী ‎মসজিদের ইমাম মাও. জালাল উদ্দীন রুমি জানান, চুরির ঘটনায় আমিও অত্যন্ত মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাকরি। কি পরিমাণ টাকা ছিল জানতে চাইলে তিনি ১ লাখ টাকার বেশি হবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন।

স্থানীয়রা বলছেন, মসজিদটিতে কোনো পাহারাদার বা নজরদারির ব্যবস্থা নেই। রাতের বেলায় মসজিদ ফাঁকা থাকায় দুর্বৃত্তরা সহজেই দানবাক্স ভাঙতে সক্ষম হয়েছে। চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন আছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ