সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

জুলাই অভ্যুত্থনে আহতদের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৈয়ব আহমেদ সিয়াম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

২০২৪ সালের আলোচিত জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালু করেছে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ’ এবং বেসরকারি মানসিক স্বাস্থ্য সংস্থা LifeWave। রোববার (১৩ জুলাই ২০২৫) এক যৌথ বিবৃতিতে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

এ উদ্যোগের আওতায় অভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থী ও সাধারণ আন্দোলনকারীরা নিবন্ধনের মাধ্যমে Project MindRestore নামক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রোগ্রামে অংশ নিতে পারবেন। সেবা গ্রহণের জন্য নিবন্ধন লিংক প্রকাশ করা হয়েছে: https://tinyurl.com/julyahoto।

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মুখপাত্র সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “২০২৪ সালের জুলাইয়ে আমরা যারা রাজপথে ছিলাম, তারা শুধু আগুন আর রক্ত দেখিনি, দেখেছি ভয়, গুম, গ্রেপ্তার আর নিপীড়নের রূপ। কেউ হারিয়েছে বন্ধু, কেউ এখনও রাতের ঘুম হারিয়ে আতঙ্কে দিন কাটায়। এই মানসিক যন্ত্রণার সাথেই অনেকে এখনো বেঁচে আছে।”

তিনি আরও বলেন, “আমরা শহীদদের স্মরণ করি ঠিকই, কিন্তু যারা বেঁচে আছে অথচ ভেতরে ভেঙে পড়েছে—তাদের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই ‘LifeWave’-এর সঙ্গে যৌথভাবে চালু করছি ‘Project MindRestore’।”


“এই সেবাটি আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া ছাত্র-জনতার জন্য পুরোপুরি বিনামূল্যে। রেজিস্ট্রেশনের পর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় থেরাপি ও কাউন্সেলিং প্রদান করবে।”

তিনি বলেন, “মানসিক ক্ষতকে অদেখা রাখলে তা ভবিষ্যতে ভয়াবহ হয়ে উঠতে পারে। আমরা চাই, যারা প্রতিবাদ করেছিল, যাদের হৃদয়ে জ্বালা এখনো তাজা—তারা যেন নতুন করে বাঁচার সাহস পান।”

শুধু মানসিক সহায়তা নয়, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ জুলাই অভ্যুত্থানের ঘটনার ঐতিহাসিক দলিল সংরক্ষণে কাজ করছে। এরইমধ্যে তারা “শহীদদের শেষ মুহূর্তগুলো” নামে একটি বই সিরিজ প্রকাশ করেছে, যা অভ্যুত্থানের নেপথ্য কাহিনি ও শহীদদের স্মৃতিচারণে দারুণ সাড়া ফেলেছে।

সেবা গ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন:  https://tinyurl.com/julyahoto

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ