বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ওমান সাগরে চোরাই জ্বালানি বহনকারী বিদেশি ট্যাংকার জব্দ করলো ইরান ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আ. লীগের ‘নৌকা’ গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ছয় লাশ পোড়ানোর মামলা: ট্রাইব্যুনালে ৮ আসামি পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ “হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তথ্য ফাঁসের জেরে যুক্তরাজ্যের গোপন পুনর্বাসন পরিকল্পনায় আশ্রয় পেলেন হাজারো আফগান গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এনসিপি পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

শনিবার সারাদেশে হেফাজতের দোয়া মাহফিল .


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

 ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া ছাত্র-জনতা ও আলেম-উলামার রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই (শনিবার) দেশব্যাপী দোয়া-মাহফিলের আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া হাজারো মানুষের আত্মত্যাগ আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তারা জানান, ৫ জুলাই মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দোয়া-মাহফিল ও আলোচনা সভা হবে, যাতে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হবে।

বিবৃতিতে বলা হয়, শাপলা চত্বর ও জুলাইয়ের গণআন্দোলন ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের সংগ্রাম। এখনও সেই আন্দোলনের উত্তরসূরিরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।

নেতারা অভিযোগ করেন, ভারতের দালাল ও ইসলামবিদ্বেষী গোষ্ঠী এখনো দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন না হলে সবাইকে ছাত্র-জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা রাজপথেই থাকব। বিবৃতির শেষাংশে বলা হয়, ৫ জুলাইয়ের দোয়া-মাহফিল শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়—এটি হবে দেশের সুশাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার শপথ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ