বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। পৃথিবীর কোনও দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিবদমান সমস্যার কোনও সমাধান হয় না। তাই দেশের জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতে কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে।’

শুক্রবার (১৬ মে) ফারাক্কা দিবস উপলক্ষে ‘জিয়া পরিষদ’ যশোর আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘জল এবং স্থল উভয়পথে আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণপ্রকৃতি জীব ও বৈচিত্র্য হুমকির মধ্যে পড়ছে। পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে পরিবেশবাদী সংগঠনসমূহকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যেটি করছে, তা বিশ্ব বাসীকে জানিয়ে দিতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ