শনিবার, ১৭ মে ২০২৫ ।। ২ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় : হাসনাত আব্দুল্লাহ ছাত্রদলের নতুন কর্মসূচি সাড়ে ৭ কোটি টাকার মুজিব ভাস্কর্য ভেঙে ফেলল ছাত্র-জনতা গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিল বাংলাদেশের কমিটির ঘোষণা ইসরাইল পতন নিকটেই! এবার আরবদের সাথে কেন হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্র? ‘অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে’ দুই ইস্যুতে হেফাজতের কঠোর আপত্তি, ৭ প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি প্রতিষ্ঠা করতে হবে : সালাহউদ্দিন আহমেদ শাপলার শহীদদের স্মরণে ‘শাপলা স্মৃতি সংসদ’ এর কনফারেন্স ২৪ মে জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

সিলেটে জমকালো আয়োজনে সৃজনঘর মিটআপ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের মননশীল তরুণদের সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের পাঁচ প্যানেলের অংশগ্রহণে 'সৃজনঘর মিটআপ-২০২৫' অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০ টায় সিলেট প্যারাডাইস ইন নাইওরপুলে সৃজনঘর সভাপতি হামমাদ রাগিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সম্পাদক হাম্মাদ তাহমীমের সঞ্চালনায় কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহযোগী সদস্য মোহাম্মদ আলী শরীফ এবং সংগীত পরিবেশন করেন আহমদ উসমান। 

সৃজনঘর সভাপতি হামমাদ রাগিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সৃজনঘর উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি জিয়াউর রহমান, পৃষ্ঠপোষক মাহফুজুল ইসলাম, মাওলানা এনামুল হক, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, অ্যাডভোকেট ফুরাহিম হুসাইন। স্থায়ী কমিটির সদস্য মাওলানা আহমদ কবীর খলীল ও মাওলানা ইনাম বিন সিদ্দিক।

নতুন সহযোগী সদস্যদের মধ্যে অনুভূতি পেশ করেন ওয়ালী রহমান, বশির ফয়ছল, বুরহান উদ্দিন, যায়েদ রহমান প্রমূখ। আয়োজিত এ আয়োজনে সৃজনঘরে যুক্ত হওয়া সিলেটের একঝাঁক মেধাবী তরুণ সহযোগী সদস্য ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দায়িত্বশীলরা। 

অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের পরিকল্পনা, প্রতিবেদন পেশ করেন সৃজনঘর সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সম্পাদক হাম্মাদ তাহমীম। এ সময় এক দশকের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ এনাম, প্রচার সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ, সমাজকল্যাণ সম্পাদক সাকলাইন শাফি, অফিস সম্পাদক লাবিব শাহেল, নির্বাহী সদস্য নূহ বিন হোসাইন, হিফজুর রহমান হাম্মাদ, আবদুস সামাদ, সাজিদুর রহমান, জাহাঙ্গীর রায়হান, আবু সুফিয়ান নাসিম, লাবীব হুমায়দী  প্রমুখ।

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ