মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

ফ্যাসিস্ট আ.লীগ নিষিদ্ধ হওয়ায় নাটোরে জামায়াতের শোকরানা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ জাহিদুল ইসলাম 

নাটোরে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শোকরানা মিছিল ও সমাবেশ করেছে শহর শাখা জামায়াতে ইসলামী।

রোববার সকাল সাড়ে নয়টায় শহরের মাদ্রাসা মোড় থেকে নাটোর শহর জামায়াতের উদ্যোগে একটি বিশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় পুরাতন বাসস্ট্যন্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শহর শাখা জামায়াতের সেক্রেটারী প্রভাষক আলী আল মাসুদ মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আফতাব আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আফতাব আলী।

সমাবেশে বক্তারা বলেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই হবে না সাথে সাথে তাদের সকল গণহত্যার জন্য বিচার করতে হবে। ইতিহাসে এরকম গণহত্যা কোন রাজনৈতিক দল কখনও করেনি। এই নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কখনও বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

বক্তারা আরো বলেন, যারাই বাংলাদেশকে ভারতের তাবেদারি রাজ্যে পরিনত করতে চাইবে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করবে। এখনও যারা দেশকে নিয়ে বিভিন্ন ষঢ়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। দেশের আপামর যুব সমাজ সবাই এখন সচেতন। তাদেকে আর বোকা বানানো যাবে না। এই যুব সমাজই জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবে।

নাটোর প্রতিনিধি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ