ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদলা নতুন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. সাকিব (২০)।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে বিএসএসের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত পৌনে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় যায় সাকিব। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়।