বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

শাপলা শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে হেফাজতের মহাসমাবেশ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ চলছে সেটির উদ্বোধন হয়েছে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া একজনের বাবার বক্তব্যের মাধ্যমে।

শনিবার (৩ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন শাপলা শহীদ মাওলানা ইউনুছ মোল্লা রহ.-এর বাবা মো. নাজিম উদ্দিন।

মহাসমাবেশ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামে। লাখো মানুষের উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে আশপাশে ছড়িয়ে পড়েছে।

ফজরের নামাজের পর থেকেই আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৮টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার হেফাজত নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে৷ কেউ পায়ে হেঁটে, কেউবা গাড়িতে করে মহাসমাবেশে এসেছেন। সকাল থেকেই ছোট ছোট মিছিল জড়ো হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে ঢাকার বাইরে থেকে সমাবেশস্থলে এসেছেন তারা।

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছেন।

চার দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো-নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের দাবি।

মহাসমাবেশে সভাপতিত্বে করছেন হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। দেশের শীর্ষ আলেমদের প্রায় সবাই উপস্থিত রয়েছেন মঞ্চে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ