সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

মৌলভীবাজারে আন্তর্জাতিক কেরাত সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার

ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আলোচনা সভা ও নাশিদ মাহফিল।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বরেণ্য লেখক, গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সভাপতি মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সভাপতিত্বে সম্মেলনে তেলাওয়াত করবেন তানযানিয়া থেকে আগত শায়খ কারী ঈদী শাবান, মিশর থেকে আগত শায়খ ড. কারী সালাহ মুহাম্মদ সোলায়মান, শায়খ কারী সানাদ আব্দুল হামিদ, শায়খ ক্বারী আহমেদ হিজা-আফ্রিকা, বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শায়খ আব্বাস উদ্দীন ও ক্বারী জিয়াউল হক নাসেহ।

নাশিদ পরিবেশন করবেন, দেশের জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম এবং আবাবিল সাংস্কৃতিক ফোরাম, ইনভাইট নাশিদ ব্যান্ড ও আল আলম সাংস্কৃতিক ফোরামের সদস্যরা।

সিলেটের কবি মীম সুফিয়ান ও মৌলভীবাজারের শাহ মিসবাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের আলেমরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী জানান, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ করতে বিদেশী মেহমানরা ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছেন। সম্মেলনের বিশাল পেন্ডাল-স্টেজসহ সবধরণের প্রস্তুতি প্রায় শেষের দিকে। অনুষ্ঠানটি সফল করতে তিনি দেশ-বিদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া, উপস্থিতি ও সহযোগিতা চেয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ