সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

বগুড়ায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বৃক্ষ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার  জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি সভাপতিত্ব করেন। সঞ্চলনা করেন সদস্য সচিব এনামুল হক সুমন।

প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন- নবী সালাম, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বগুড়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক  আবু বকর সিদ্দিক, আইনজীবী সানাউল সায়েম সুমন, জাহিদুল ইসলাম মালেক, সামিউল আলম সামি, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সালাম খান রুবেল, সদস্য সচিব রফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল তালুকদার, সদস্য সচিব আজিজুল হক, কৃষক নেতা ফিরোজ সারোয়ার, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মন্তেজার রহমান,  রুবেল কাজি, সাইদুল ইসলাম, সহিদুল ইসলাম, ওয়ারেস কুরানি, এনামুল হক রিপন, মাহবুর  রহমান মাফু, মোকলেছুর রহমান বাবু, আব্দুল করিম, আব্দুল ওয়াহাব, রাব্বু, আমিনুল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, জিয়াউর রহমান তালুকদার টুটুল,মো. দিপু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পরিবেশ দূষণের কারণে মানুষের জীবনযাপনের মান অবনতির দিকে ধাবিত হচ্ছে। তাই আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর কোন বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে সবুজ বিপ্লব ঘটাতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ