শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনারকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা। গত শনিবার রাত ১১টার সময় শেরপুরের নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার পুরাতন কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিএনপি নেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা শহরের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনার শেয়ারে বালু উত্তোলনের জন্য ভোগাই নদীতে শ্যালুচালিত মিনি ড্রেজার স্থাপন করেন। পার্শ্ববর্তী ছিটপাড়া বকুলতলা মহল্লার সাদ্দাম হোসেনসহ কয়েকজন যুবক ভোগাই নদীতে চলমান প্রতিটি বালুর সাইড থেকে ১৫শ’টাকা করে চাঁদা উত্তোলন করছিল। এরই অংশ হিসেবে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনারের কাছ থেকে একই পরিমাণ চাঁদা অন্য এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে আদায় করে। পরে শনিবার রাতে আনোয়ার হোসেন ওই বিএনপি নেতার কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। এসময় আনোয়ার হোসেন সেখান থেকে চলে আসেন। এর একটু পর রাত  ১১টার দিকে সাদ্দাম হোসেন, আলমগীর, আতশ আলী, স্বপন মিয়া, উমর আলী ও রফিকুল ইসলামসহ কয়েকজন যুবক রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে পুরাতন কলেজ রোড এলাকায় অতর্কিতে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এসময় এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে আনোয়ার হোসেনের মাথা ও পা’সহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় আনোয়ার হোসেন আনার বাদী হয়ে উল্লিখিত ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে রোববার রাতে নালিতাবাড়ী থানায় মামলা করেন।

নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ