শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

আ.লীগ প্রার্থীর পক্ষে ভোট করা নেতা জেলা কৃষকদলের আহ্বায়ক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরে ছাত্রদল, যুবদল ও বিএনপির থানা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন ও দফায় দফায় দলের জন্য কারাবরণ করা ত্যাগী নেতাকে বাদ দিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের পক্ষে ভোট করা নেতাকে জেলা কৃষকদলের আহ্বায়ক করার অভিযোগ উঠেছে। দলের নেতাকর্মীরা এমন সিন্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। এদিকে কৃষকদলের আহ্বায়ক হওয়ার পর রোববার আওয়ামী লীগ নেতার জন্য তাদের সমাবেশে গিয়ে মাইকে বক্তব্য দিয়ে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন এই কৃষকদল নেতা।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন নাটোর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাটোর সদরের হয়বতপুর এলাকার বাসিন্দা প্রধান শিক্ষক মফিজ উদ্দিন। এর আগে তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির থানা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দুই দফায় নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ছাত্র সংসদে নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে প্রো-ভিপিসহ অন্য পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। গত বুধবার জেলা কৃষক দলের সম্মেলনে হঠাৎ করে তাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আমলের পুরো সময় দলে নিষ্ক্রিয় থাকা ও নাটোর সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পক্ষে ভোট করা নেতা হাসান আলীকে জেলা কৃষক দলের আহবায়ক করা হয়েছে। দলের নেতাকর্মীরা অভিযোগ করছেন, অবৈধ সুযোগ-সুবিধার বিনিময়ের মাধ্যমেই তাকে এই পদ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা কৃষক দলের সভাপতি আলা উদ্দিন বর্তমান জেলা কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটা দেখে আমরা মর্মাহত হয়েছি, ফলে দলীয় নেতাকর্মীদের মাঝেও অসন্তোষ তৈরি হয়েছে। আমরা আশা রাখি, দলীয় হাইকমান্ড বিষয়টি গুরুত্বসহ দেখে সিদ্ধান্ত নেবেন।

নাটোর জেলা কৃষক দলের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক রাজ বলেন, নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। আমরা মামলা-হামলার শিকার হয়েছি, অথচ আমাদের বাদ দিয়ে পদে বসানো হলো আওয়ামী লীগের দোসরকে। অবস্থা দেখে আমরা মনে করতেই পারি যে, টাকার বিনিময়ে এসব পদ-পদবী দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন ধরনের আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল এরকম কাউকে পদে না আনার কথা বললেও সেটা এখানে মানা হয়নি। এমন একজন ব্যক্তিকে জেলা কমিটির আহবায়ক বানালো, যার দলের জন্য কোন ত্যাগ নেই, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সবসময় চলাফেরা ছিল। তিনি অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সাংবাদিকদের বলেন, যাকে কমিটির আহবায়ক করা হয়েছে তার ভাইরাল ভিডিওটি আমিও দেখেছি। সে বলছে যে, আঞ্চলিকতার খাতিরে সে সাবেক ছাত্রলীগ নেতার সেই সমাবেশে গিয়ে বক্তব্য দিয়ে ভোট চেয়েছে। তবে সে ওইখানে গিয়ে বলেছে, সে বিএনপি করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ