শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিতের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করা ও ৫নং ওয়ার্ডের কার্যনির্বাহী সদস্য পদ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন। রোববার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে সুমন উল্লেখ করেন, তার পরিবার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতিতে বিশ্বাসী। ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত কাউন্সিলের পর তিনি গোবিন্দগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ড কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কমিটির তালিকায় তার নামের সিরিয়াল ছিল ৩৪ এবং কার্যনির্বাহী সদস্য নম্বর ০৪।

সুমন দাবি করেন, চলতি বছরের ৫ ডিসেম্বর ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং প্রচারণা শুরু করেন। তবে ৯ ডিসেম্বর পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু ও সদস্য সচিব আবু জাফর লেলিনের সরবরাহ করা তালিকায় তার নাম পরিবর্তন করে অন্য ব্যক্তির নাম যোগ করা হয়।

এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সুমন ৫নং ওয়ার্ডের সদস্য পদ ফিরে পাওয়ার পাশাপাশি ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিতের দাবি জানান। পাশাপাশি আনুষ্ঠানিক কার্যক্রম পুনরায় ঘোষণা করে তাকে কাউন্সিলর করারও দাবি জানান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু বলেন, তিনি এখন বিএনপির কোনো সদস্য নন। সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তাকে সদস্য পদ দেওয়া হয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল জানান, দাপ্তরিকভাবে এ বিষয়ে কোনো অভিযোগপত্র পাওয়া যায়নি। যে অভিযোগটি পাওয়া গেছে, তাতে কোনো স্বাক্ষর বা সিল নেই।

রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের এ দাবির বিষয়ে জেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ