মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন

চাটমোহরে দুই দিনে ২ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে দুই দিনে ২ জন শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার উপজেলার ছাইকোলা ও ডিবিগ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। দুই পরিবারেরই দাবি, তারা অভিমানে আত্মহত্যা করেছে। আর পুলিশ বলছে, ময়নাতদন্তের পর সবকিছু বলা যাবে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার গ্রামের মজনুর রহমানের মেয়ে চাটমোহর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে পড়ুয়া কল্পনা রানী খাতুনের শোবার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্বজনরা জানান, কল্পনা খাতুন নিজ ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু তার ছয় বছর বয়সী চাচাতো ভাই তাকে বারবার বিরক্ত করছিল। পরে কল্পনা তার চাচাতো ভাইকে ঘর থেকে বের করে দিলে চাচির সাথে ঝগড়া হয়। এ নিয়ে কল্পনার মা তাকে বকাবকি করলে অভিমানে নিজের শোবার ঘরের ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

অন্যদিকে, শনিবার সকালে উপজেলার ছাইকোলা উত্তরপাড়া গ্রামের সামাউন ইসলামের ছেলে আলী মরতুজা নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় তার শোবার ঘর থেকে।

স্বজনরা জানান, আলী মরতুজা পড়ালেখার চেয়ে খেলাধূলায় মনোযোগী বেশি হওয়ায় মা-বাবা তাকে শুক্রবার রাতে বকাঝকা করেন। এরপর রাতের খাবার না খেয়ে অভিমানে শোবার ঘরের ডাবের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে দাবি পরিবারের। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম বলেন, দুই এলাকা থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমুত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ