মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

সংবিধানে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুরুল কবির আরমান, চট্টগ্রাম

সংবিধানে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করতে হবে বলে দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়ি'র আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শুক্রবার রাতে ফটিকছড়ি'র ঐতিহ্যবাহী 'আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা'র সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে ৭২ এর সংবিধান থেকে কুফরী মতবাদ 'ধর্মনিরপেক্ষতা' বাতিল করে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' স্থাপন করেছিলেন। কিন্তু ২০০৮ সালে ভারতের তাঁবেদারি সরকার এসে এক বিচারপতির রায়ের সূত্র ধরে সেই পঞ্চম সংশোধনী বাতিল করে আবারো ৭২ এর সংবিধানে ফেরত গিয়ে মুসলমানদের উপর কুফরী মতবাদ চাপিয়ে দেয়। আল্লাহ সেই সরকারের উপর গজব দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই। তবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই- সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারবে না। তার স্থলে 'মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করতে হবে এবং 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ' এর স্থলে 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস আল্লাহ' সন্নিবেশন করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। ভারতের মোদি সরকার পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তাদের আসল চেহারা উন্মোচন করেছে। সকলকে তাদের আধিপত্য বিস্তারের ব্যাপারে সজাগ থাকতে হবে।

আল্লামা হারুন আজিজী নদভী, মুফতি রহিমুল্লাহ ও মুফতি ইকবাল আজিমপুরীর সঞ্চালনায় দু'দিন ব্যাপী এ বিশাল ইসলামী মহাসম্মেলনে বক্তব্য রাখেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমীর ও হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী, পটিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, মুফতি জসিম উদ্দিন, মুফতি মাহমুদ হাসান, আল্লামা আব্দুল হক হক্কানী, আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, আল্লামা আইয়ুব বাবুনগরী, হেফাজতের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক, মুফতি শাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা লোকমান হাকিম, মাওলানা ইসমাইল খান, মাওলানা মোস্তফা নূরী, গাজী ছানাউল্লাহ রহমানী, মাওলানা নূর আহমদ, মুফতি আব্দুল হামিদ, মাওলানা জাকারিয়া আল-আজহারী, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মাওলানা খোবাইব, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা আনাস সোলতানী, মাওলানা জাকারিয়া হাসনাবাদী, ক্বারী আবু সাঈদ, মুফতি খালেদ নানুপুরী প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ