রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
একদিনে আরও ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত, একজনের মৃত্যু আড়াই বছরে পূর্ণ কুরআন হাতে লিখল ভারতীয় শিশু  এবার কোনো হজযাত্রীকে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার চালু করতে আইনি নোটিশ ‘আমাকে বলা হচ্ছিল জুলাইয়ের প্রথম শহীদ, বাধ্য হয়ে ভিডিওবার্তা দিই’ মিটফোর্ড হত্যাকাণ্ড জাহিলিয়াতকে হার মানিয়েছে: ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত এরদোয়ান কি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? ৪৯৭৮ হাজিকে ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া টাকা কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির

হবিগঞ্জে ওয়াফার উদ্যোগে দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আবদুর রউফ আশরাফ ||

সুলতান মাহমুদপুর জামে মসজিদ সুলতান মাহমুদপুর, দক্ষিণপাড়া, হবিগঞ্জে ওয়াফার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) বিকাল ৩টা থেকে মাওলানা মুহাম্মদ তাফাজ্জুল হক ও মাওলানা আবু বকর ব্যবস্থাপনায়, মাওলানা বুরহান আইয়ুব-এর সঞ্চালনায় উক্ত দাওয়াহ বিষয়ক কনফারেন্সে অনুষ্ঠিত হয়।

বাদ আসর মাওলানা নাজমুল হুদা চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল কনফারেন্স শুরু হয়।

কনফারেন্স আলোচনা করেন, মুফতী সাঈদ আহমাদ হাফিযাহুল্লাহ, বিভাগীয় প্রধান, দা'ওয়াহ ওয়াল ইরশাদ, দারুল উলুম হাটহাজারী, মুফতী আইনুল হক কাসেমী হাফিযাহুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ, ঢাকা, মাওলানা আনাস চৌধুরী, শিক্ষক,দারুল ইরশাদ ওয়াদ দা'ওয়াহ আল ইসলামিয়া,মাওলানা সাবের চৌধুরী প্রমুখ। 

জেলার সর্বস্থরের উলামায়েকেরাম, বিভিন্ন উপজেলা থেকে আগত ডেলিগেটবৃন্দ ও সুধী সমাজ উপস্থিত থাকেন। 

উল্লেখ্য, ওয়াফা, হবিগঞ্জের তরুণ উলামায়ে কেরামের একটি দীনি সার্কেল। যেখানে স্কুল এবং কলেজ পড়ুয়াদেরও সরব উপস্থিতি রয়েছে। বিশেষজ্ঞ উলামায়ে কেরামের তত্বাবধানে ওয়াফার কার্যক্রম চলে আসছে। ‘খিদমাহ, দা'ওয়াহ, তাযকিয়াহ’ হচ্ছে তাদের লক্ষ্য।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ