শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ (হবিগঞ্জ প্রতিনিধি) :

বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, প্রমুখ।

এছাড়া আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, উপজেলার বিভিন্ন অফিসের প্রধানসহ শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত লোকজনের দাবী ও ভোক্তার অধিকার নিশ্চিত করাসহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রন ও ভেজাল রোধে উপজেলার প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার এলাকায় গরুর গোশত ও দুধ বিক্রয়ের জন্য একটি ঘর নির্মান করে দেয়ার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি মোঃ ইকাল হোসেন খান ও সভাপতি মোঃ মাহবুবুর রহমান।

এছাড়া ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উল্লেখিত অতিথিসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ