মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

বাবুনগর মাদ্রাসায় ‘বিশ্ব নবীর আদর্শ ও বর্তমান বিশ্ব’ শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরের "বিশ্ব নবীর আদর্শ ও বর্তমান বিশ্ব" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫অক্টোবর) বাদে এশা জামিয়ার অঙ্গ প্রতিষ্ঠান ইসলামী গবেষণা পরিষদের ব্যবস্থাপনায় আল হারুন জামে মসজিদ মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সেমিনার শুরু হয়।

জামিয়ার মুহতামিম ও আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ড.মু.হারুন আজিজী নদভী বলেন, বিশ্ব নবী সা. এর সীরাত অধ্যয়ন ও অনুসরণে রয়েছে সর্বস্তরের মানুষের জন্য চির মুক্তির পথ। মানুষের ইবাদাত গৃহীত হওয়ার জন্য বিশ্ব নবী সা.এর নির্দেশিত তরীকা ও নিয়ম-নীতির অনুসরণ পূর্বশর্ত।

উদ্বোধনী বক্তব্য মুফতি ইকবাল আজিমপুরী বলেন, আল্লাহর সন্তুষ্টি,নৈকট্য ও প্রেম-ভালেবাসা অর্জনের পূর্বশর্ত হলো বিশ্ব নবীর সীরাত ও আদর্শের অনুস্বরণ অনুকরণ। রাসূল স.এর জীবনী ও সীরাত বলতে বুঝায় আল্লাহ প্রদত্ত ওহীর বাস্তবায়ন; যদ্দারা রাসূল স.মানব জাতীকে ভ্রষ্টতার ঘোর অমানিশা থেকে উদ্ধার করে আলোকিত পথের দিশা দিয়েছেন। যার মাধ্যমে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের অভিমুখী করেছেন।

এসময় জামিয়র  শায়খুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মাহমূদ হাসান, নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আইয়ুব বাবুনগরী মাওলানা মুফতি মীর হুসাইন রামগড়ী, মুহাদ্দিস মাওলানা হাফেজ শুয়াইব বাবুনগরী, মাওলানা মুফতি রহীমুল্লাহ কাসেমী, মাওলানা ফরিদুল আলম সাতকানবী,মুফতি ইকবাল আজিমপুরী, মুফতি একরাম পাঠকনগরী, মাওলানা আবু তালহা সাহেব, মাওলানা ফরিদুল আলম আমিনী, মাওলানা মিজানুর রহমান,মাওলানা কারী ওবাইদুল্লাহ, মাওলানা আকবর হুসাইন, মাওলানা কারী ওসমান, মাওলানা মুফতি বরকতুল্লাহ বাবুনগরী, মাওলানা মাহমূদ আবদুল্লাহপুরী, মাওলানা হাফেজ আনিছুর রহমান, মাওলানা হাফেজ মুজ্জাম্মেল, মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ