মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

অভিমানী মানুষের মতোই বিদায় হাফেজ ত্বকীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মাসউদুল কাদির||

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী অভিমানী মানুষের মতোই যেন চলে গেলেন। ছোট ভাই। মিষ্টি হাসির এই ত্বকী মিষ্টিমনের মানুষও ছিলেন। আমার সঙ্গে তার  সামান্য স্মৃতি আছে। বিশ্বজয়ী হাফেজদের নিয়ে আমি কিছু কাজ করেছি। আলহামদুলিল্লাহ। অনেক বিশ্বজয়ীদের সঙ্গে ওঠাবসা করবার তাওফিক হয়েছে। কথা বলবার মতো সুযোগ হয়েছে। তবে এই চলে গেলেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর নম্রতা-ভদ্রতা জ্ঞান আমাকে মুগ্ধ করতো।

তার উস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছেরীর প্রতি তার আনুগত্যও দেখেছি। অনেক সময় উস্তাদের প্রতিও দরদ কমে যায়। ত্বকীর আচার ব্যবহার অত্যন্ত কোমল ছিল।

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীকে আমি টেলিভিশন অনুষ্ঠানে ডেকে ছিলাম। বিশ্বজয়ী হাফেজ তরীকুল ইসলাম, বিশ্বজয়ী হাফেজ সাদ সুরাইল-এর সঙ্গে সেও এসেছিল। খাবারের টেবিলে, আলাপে, খোশগল্পে, সেটে অত্যন্ত কোমলমনা হিসেবে পেয়েছি এই হাফেজকে।

জাতীয় পর্যায়ের কোনো শিল্পী কিংবা হাফেজ বা কারীর সঙ্গে আপনি কথা বললেই একটু ফারাক বুঝবেন। আপনি আর তার মধ্যে একটা পার্থক্য অনুভব করবেন। কথায় কথায় বুঝবেন- সে আপনাকে অনেক আগেই ছাড়িয়ে গেছে।

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী এখানেই ভিন্নরকম। কোমল। হৃদয়তা ছিলো। সে তার কোমল আচরণের মাধ্যমেই অন্য পাঁচজনের চেয়ে আলাদা হতে পারতো।

হাফেজ ত্বকীর অর্জন কম নয়। সে বাংলাদেশকেই বিশ্বমঞ্চে তুলে ধরেছে।  জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলো। দেশে-বিদেশে অসংখ্য কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেন অসামান্য সাফল্য।

মাত্র ১৭ বছর বয়সে, ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ত্বকী। পরে কুয়েত ও বাহরাইনেও তিনি কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।

 ২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। ছেলের সাফল্যে গর্বিত এ বাবা আজ শোকসন্তপ্ত হয়ে পড়েছেন। এমন রত্ন হারিয়ে হয়তো তার অনেক খারাপ লাগছে।

শোকসন্তপ্ত পারিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। তার উস্তাদদের প্রতিও আমাদের অনেক অনেক শ্রদ্ধা। তারাও আজকের দিনটিতে অনেক শোক অনুভব করছেন। এমন একজন ত্বকীকে হারিয়ে আমি মনে করি, গোটা বাংলাদেশের মানুষই শোকাপ্লুত।

লেখক : ইসলাম বিভাগী প্রধান, প্রতিদিনের সংবাদ ও সম্পাদক, স্বাধীনতার বার্তা

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ