বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন

আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||জোলেখা আক্তার জিনিয়া||

নিজের হাতে কিছু তৈরি করার আনন্দ এক অনন্য অনুভূতি। আর সেই আনন্দকেই বাস্তবে রূপ দিয়েছেন ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নূরী আক্তার। ছোটবেলা থেকেই হ্যান্ডমেইড জিনিসের প্রতি ছিল তার আলাদা টান। সেই ভালোবাসা থেকেই তৈরি হয়েছে তার ছোট্ট অনলাইন উদ্যোগ “Craft by Nury”—যা এখন অনেকেরই প্রিয় হ্যান্ডমেইড ক্রাফট ব্র্যান্ড।

চলুন, আজ জেনে নেওয়া যাক নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার সেই অনুপ্রেরণামূলক গল্প—তার স্বপ্ন, পরিশ্রম ও “Craft by Nury”-এর পেছনের যাত্রা নিয়ে কথা বলেছিলাম তার সঙ্গেই।

১. “Craft by Nury” নামটা কীভাবে মাথায় এলো? নামটার পেছনে কি কোনো বিশেষ গল্প আছে?

আসলে ‘নূরী’ নামটা আমার নামের অংশ। আমি এমন একটা নাম খুঁজছিলাম যা সহজ, অর্থবহ এবং অন্য কোনো পেজের সঙ্গে মিলে না। যেহেতু আমি সুই-সুতা, কুশিকাটা, ব্লক প্রিন্টসহ নানা ধরনের হ্যান্ডমেইড কাজ করতে ভালোবাসি, তাই “Craft by Nury” নামটাই আমার কাজের পরিধির সঙ্গে সবচেয়ে মানানসই মনে হয়েছে।

২. এই পেজটা শুরু করার সময় তোমার মূল অনুপ্রেরণা কী ছিল?

আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার পরিবার ও কাছের বন্ধুরা। তাদের উৎসাহ, ভালোবাসা আর নিরন্তর সমর্থনই আমাকে এই পথে এগিয়ে যেতে সাহস দিয়েছে।

৩. প্রথম যেদিন নিজের হাতে প্রোডাক্ট বানালে, সেদিনের অভিজ্ঞতা কেমন ছিল?

সেই দিনটা আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত ছিল। নিজের বানানো জিনিসটা বারবার দেখছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম, বন্ধুদেরও ছবি পাঠিয়ে শেয়ার করেছিলাম। তাদের প্রশংসা আমাকে আরও অনুপ্রাণিত করেছিল।

৪. প্রথম অর্ডার পাওয়ার মুহূর্তটা কেমন ছিল?

এক কথায় অবিস্মরণীয়! প্রথম অর্ডার পাওয়ার পর আমি এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে সারাক্ষণ ভাবছিলাম—কিভাবে প্রোডাক্টটা আরও নিখুঁত করা যায়। কাজটার প্রতি তখন এক ধরনের ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হয়েছিল।

৫. সোশ্যাল মিডিয়ায় নিজের ব্র্যান্ডকে প্রচার করা কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয়?

এটা সত্যিই চ্যালেঞ্জিং একটি বিষয়। এখানে ধৈর্য, সময় আর ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলাফল আসতে সময় লাগে, তাই ধৈর্য না থাকলে টিকে থাকা কঠিন।

৬. কাস্টমারের রিভিউ বা প্রতিক্রিয়া তোমার কাজে কতটা প্রভাব ফেলে?

কাস্টমারের প্রতিক্রিয়া আমার জন্য অনেক বড় বিষয়। তাদের ভালো মন্তব্য যেমন আমাকে উৎসাহ দেয়, তেমনি গঠনমূলক সমালোচনাও আমাকে আরও ভালো হতে সাহায্য করে।

৭. নতুন ডিজাইন বা প্রোডাক্টের আইডিয়া সাধারণত কোথা থেকে পাও?

অনেক সময় নিজের ভাবনা থেকেই তৈরি করি। আবার অনেক সময় বিভিন্ন জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে সেটাকে নিজের মতো করে সাজিয়ে নতুন ডিজাইন তৈরি করি।

৮. পড়াশোনা আর ব্যবসা—এই দুইটা একসাথে সামলানো কতটা কঠিন?

কিছুটা কঠিন তো বটেই, কারণ অনলাইন ব্যবসার জন্য ফটোশুট, ভিডিওগ্রাফি, এডিটিং—এসব করতে অনেক সময় লাগে। মাঝে মাঝে পড়াশোনায় প্রভাব পড়ে, তবে সময় ম্যানেজমেন্ট ভালোভাবে করলে দুটোই সম্ভব।

৯. ভবিষ্যতে “Craft by Nury”-কে তুমি কোথায় দেখতে চাও?

আমি চাই “Craft by Nury” একদিন এমন একটি ব্র্যান্ডে পরিণত হোক, যার প্রোডাক্ট দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাবে। আমার স্বপ্ন, এই ছোট্ট উদ্যোগ একদিন বড় এক পরিচয়ে রূপ নেবে।

১০. যদি কেউ এখন নিজের ছোট ব্যবসা শুরু করতে চায়, তাকে তুমি কী পরামর্শ দেবে?

নিজের ওপর বিশ্বাস রাখো। সততা, পরিশ্রম আর ধৈর্য থাকলে সফলতা আসবেই। শুরুটা ছোট হলেও একদিন সেটাই বড় স্বপ্নে রূপ নেয়, ইনশাআল্লাহ।

নূরী আক্তারের “Craft by Nury” কেবল একটি অনলাইন পেজ নয়—এটি একজন তরুণীর স্বপ্ন, ভালোবাসা ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। নিজের হাতে কিছু গড়ে তোলার যে আনন্দ, সেটাই তার প্রতিটি কাজের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার মতো তরুণ উদ্যোগীরা প্রমাণ করছেন—চেষ্টা থাকলে স্বপ্ন সত্যি করাও সম্ভব।

লেখিকা: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ