সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

পাকিস্তান থেকে সুদের সম্পূর্ণ অবসান ঘটবে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান

|| বিন ইয়ামিন ||

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, নিজেদের ইচ্ছেমতো নির্বাচন করে আমাদের বিভ্রান্ত করা যাবে না। আমরা সংবিধানে মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ, আমাদের প্রচেষ্টার মাধ্যমে পাকিস্তান থেকে সুদের সম্পূর্ণ অবসান ঘটবে।

রবিবার (১৯ জানুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার বিভাগের একটি জেলা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব বলেন তিনি।

মাওলানা ফজলুর রহমান অভিযোগ করেন, খাইবার পাখতুনখোয়ার ধর্মীয় মূল্যবোধকে দুর্বল করার জন্য এনজিওগুলোকে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, ‘মাদরাসা, ইসলামী শিক্ষা ও রাজনীতির সুরক্ষা আমাদের দায়িত্ব। বর্তমান সংসদগুলোর কোনো গুরুত্ব নেই। এমন সংসদ তো আমি নিজেই মাটি দিয়ে বানাতে পারি।’ 

তিনি আরও বলেন, আমাদের প্রদেশ আগুনে পুড়ছে। খাইবার পাখতুনখোয়া ও কেন্দ্রীয় সরকারে কার্যকর কোনো প্রশাসন নেই। বর্তমান সরকার অযোগ্য লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে। আজ রাজনীতির লক্ষ্য হয়ে গেছে শুধু ক্ষমতা দখল। 

নির্বাচন প্রসঙ্গে মাওলানা ফজলুর রহমান বলেন, নিজেদের পছন্দমতো নির্বাচন ব্যবস্থা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এমন নির্বাচন অতীতে হাসিনা ওয়াজেদও করেছিলেন বলে তিনি মন্তব্য করেন। সূত্র: ডেইলি আওসাফ

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ