সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

‘দ্বীনের কাজে বিভক্তির মূল কারণ হকের পথ ছেড়ে বিচ্যুত ব্যক্তির অনুসরণ করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মাদ লুতফেরাব্বী আফনান || 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক বলেছেন, দ্বীনের কাজে বিভক্তির মূল কারণ হচ্ছে হকের পথ ছেড়ে বিচ্যুত ব্যক্তির অনুসরণ করা। এই বিভক্তি দূর করে একতাবদ্ধ হওয়ার  একমাত্র সমাধান হচ্ছে সেই পথ ছেড়ে হকের পথে ফিরে আসা। উলামায়ে কেরামের রাহবারি ও নির্দেশনা মেনে কাজ করা। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেনো আল্লাহ আমাদের অন্তরগুলোকে হক কবুল করার জন্য প্রস্তুত করে দেন।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার বয়ানে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা আবশ্যক। যে কোনো অপরাধই জুলুম, তবুও আল্লাহ বিশেষভাবে জুলুমের উল্লেখ করে বলেছেন: "তোমরা অপরাধ এবং জুলুমের পক্ষে সহযোগিতা করো না।" জালেমদেরকে  সমর্থন করা বা সহযোগিতা করা জায়েজ নেই।  এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আবশ্যক।

শীতকালে এবাদতের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, হাদিসে এসেছে الشتاء ربيع المؤمن শীতকাল হচ্ছে মুমিনের বসন্ত। শীতকালে দিন ছোট এবং রাত বড় হয়। তাই সালাফে সালেহীনের আমল ছিল, দিনের বেলা রোজা রাখা এবং রাত্রে জাগরণ করা। মুত্তাকী হওয়ার জন্য আমাদেরকে এই চর্চায় অভ্যস্ত হতে হবে। আমরা যদি রাতের প্রথম ভাগে ঘুমিয়ে যাই তাহলে স্বাভাবিকভাবেই শেষ রাতে উঠতে পারবো ইনশাল্লাহ।

বিতির নামাজের গুরুত্ব প্রসঙ্গে মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক বলেন, বিতরের নামাজের উত্তম পদ্ধতি হচ্ছে, শেষ রাত্রে আদায় করা। তাহাজ্জুতের নামাজের পরে সর্বশেষ নামাজ বিতির আদায় করা। হাদিসে এভাবেই নির্দেশনা এসেছে। তবে কেউ যদি শেষ রাত্রে উঠতে না পারে, তার জন্য উত্তম হলো এশার সুন্নতের পরে দুই চার রাকাত নফল পড়ে তারপর বিতর আদায় করা।

এরপর খতিব রাতে ঘুমের পূর্বের বিভিন্ন দোয়া ও তার অর্থ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি সর্বাবস্থায় দোয়া করার গুরুত্ব দেন। তিনি বলেন: ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া ধারাবাহিক কোন আবশ্যক সুন্নত নয়। তাই কখনো কখনো সেটা ছেড়ে দেওয়া যায়। কিন্তু নামাজের পরে দোয়া কবুল হয় বিধায় প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দোয়া করা উচিত। হাদিসে এসেছে, দোয়াই ইবাদত  অন্য বর্ণনা মতে, দোয়া এবাদতের মূল। তাই নিজের জন্য,দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতির জন্য আমাদের দোয়া করতে হবে ।এই দেশের নাগরিক হিসাবে আমাদের উপর এটি দেশের হক। পাশাপাশি মুসলিম উম্মার জন্য বিশেষত সি.রি।য়া ও ফিলি.স্তি.নের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ