সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

আল্লামা ফরিদপুরী রহ.-এর কবর জেয়ারত করলেন সাইয়্যেদ আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দেশের শীর্ষ মরহুম আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ.-এর কবর জেয়ারত করলেন আযাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ. পৌত্র আল্লামা সাইয়্যেদ আজহার মাদানী।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বেলা তিনটায় তিনি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী দীনী মারকাজ জামিআ ইসলামিয়া দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙা মাদরাসায় তাশরিফ রাখেন ।

এসময় তিনি মোজাহেদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.সহ বুজুর্গানেদীনের কবর জেয়ারত করেন।

কবর জিয়ারত শেষে তিনি গওহরডাঙ্গা মাদরাসায় বুখারী শরীফের দরস দেন। পাশাপাশি ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত করেন।

সাইয়্যেদ আজহার মাদানীর সফরসঙ্গী মাওলানা ওয়ালীউল্লাহ আরমান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

সফররত মাওলানা আরমান আজ বুধবার সন্ধায় মুঠোফোনে প্রতিবেদককে জানান, সাইয়েদ আজহার মাদানী এখন যশোরে মুফতী ওয়াক্কাস রহ. এর মাদরাসায় যাচ্ছেন।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটযোগে ভারতের এই আলেম ঢাকায় পৌঁছেন।

তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান নতুনবাগ মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা গোলাম রাব্বানী, মাওলানা আহসান হাবীব, মাওলানা সালেহ আহমেদ, মুফতী নিজাম উদ্দিন আদনান, খালেদ মাহমুদ, মাওলানা নাঈম কাসেমী ও মাওলানা সালমান প্রমুখ।

জানা গেছে, ৯ দিনের সফরে মাওলানা সাইয়েদ আজহার মাদানী ঢাকার পাশাপাশি ৬ ও ৭ ডিসেম্বর হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া, ৮ ডিসেম্বর ঢাকা, ৯ ডিসেম্বর টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা, ১০ ডিসেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর, সাভারে পদ্বীনি প্রোগ্রাম সম্পন্ন করেছেন। আজ ১১ ডিসেম্বর গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলায় সফর করছেন।

আগামীকাল  ১২ ডিসেম্বর কক্সবাজার জেলা, ১৩ ডিসেম্বর হবিগঞ্জ জেলা, ১৪ ডিসেম্বর কুমিল্লা জেলায় এবং ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ