সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

প্রধান উপদেষ্টাকে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তথ্যসন্ত্রাস নিয়ন্ত্রণের গুরুত্ব বুঝালেন বায়তুল মোকাররমের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন মুসলিম, হিন্দু, বৌদ্ধসহ প্রায় সব ধর্মের ধর্মীয় প্রতিনিধি।

বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আলেমসমাজ হতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক, আস্-সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, শায়খ সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী ও শায়খ আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে আরও অংশ নেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, কবি ও চিন্তক ফরহাদ মজহার, রমনা হরিচাঁদ মন্দিরের সহ-সম্পাদক অবিনাশ মিত্র, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও এবং গারো পুরোহিত জনসন মুরি কামাল প্রমুখ।

বৈঠক সংলাপে বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক ধর্মীয় সম্প্রীতি রক্ষা কীভাবে করা যাবে সে গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টাকে বলেন, সম্প্রীতি যদি আমরা চাই, আছে আলহামদুলিল্লাহ, এটাকে যদি বাকি রাখতে চাই, তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে, তাদের বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এখন যে সংখ্যালঘুর কথা আমরা বারবার বলছি না, ইসলামের শিক্ষা কী সে-বিষয়ে? ইসলাম বলে, যা প্রথম খলিফা আবু বকর রাযিআল্লাহু আনহু বলেছিলেন, ‘তোমাদের মাঝে যে সবচে বেশি শক্তিশালী সে  আমার কাছে দুর্বল, যদি সে জালেম হয়। আর যে সবচে দুর্বল সে আমার কাছে শক্তিশালী, যদি সে মজলুম হয়।‘

‘এটাই হলো শিক্ষা। জালেম এবং মজলুম, এদের মধ্যে মজলুম যে-ই হোক, তার পক্ষে আমাদের থাকতে হবে। আর জালেম, সে যত বড় হোক, যত সংখ্যাগরিষ্ঠ আরও যা যা তার থাকুক, তাকে তার জুলুম থেকে বিরত থাকা, এটাই দায়িত্ব।’-বলেন খতিব

ভিডিও লিংক : https://fb.watch/wiFg_UBco4/

সম্প্রীতি রক্ষায় তথ্যসন্ত্রাস নিয়ন্ত্রণের গুরুত্ব প্রসঙ্গে খতিব বলেন, ‘তথ্যসন্ত্রাস, এটাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সম্প্রীতি ঠিক রাখব কীভাবে? সম্প্রীতি যতটুকু আছে, তাও এখানে তথ্যসন্ত্রাস করে পেরেশানী করা হয়। এটার ব্যাপারে, তথ্যসন্ত্রাসের বিষয়ে অনমনীয় হতে হবে।’

মুফতি আব্দুল মালেক আরও বলেন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছিলাম, তা হলো, আমাদের ধর্মীয় সম্প্রীতির কথা। ধর্মকে গুলিয়ে ফেলা, এটা কিন্তু ধর্মীয় সম্প্রীতি না। ধর্মের অপব্যাখ্যা, একটা ধর্মে একটা বিষয় নাই, সেটাকে সেই ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো, অন্যদের খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো-কমানো হলো, এটার নাম কখনও ধর্মীয় সম্প্রীতি হতে পারে না।

সবশেষে তিনি বলেন, ‘প্রত্যেকটি বিষয়কে স্ব স্ব জায়গায় রাখতে হবে, স্ব স্ব জায়গায় রাখলেই তার ফায়দা আমরা পাব। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ