ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুই জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঈদনগর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার স্ত্রী তাসলিমা।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এসআর