মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ।। ৩০ আষাঢ় ১৪৩২ ।। ২০ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
নতুন বাংলাদেশ গঠনে ৭ দফা বাস্তবায়নের আহ্বান জামায়াত নেতা বুলবুলের ‘বিএনপি নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সন্ত্রাস ও চাঁদাবাজকে আরও উস্কে দেবে’  ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক ‘জুলাইয়ে উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়ে হকের পথে ছিলেন’ রাষ্ট্রের টাকায় পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে উপদেষ্টা শারমীন মুরশিদ: হেফাজত ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, যা বললেন এনসিপি নেতা ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল  গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ‘মহা বিপর্যয়’, ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি ইসলামি দলগুলোর ঐক্যচেষ্টায় পিআর কি বাধা হয়ে দাঁড়াবে? রাতে চরমোনাই যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। রবিবার বিকালে এই ধর্মঘটের ঘোষণা দিয়েছেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।

তিনি জানান, সোমবার সকাল ৬টা থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু হবে। এ জন্য বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে। রাজনকে মুক্তি দেওয়া না হলে প্রয়োজনে সিলেট বিভাগজুড়ে এ কর্মবিরতি পালন করা হবে।

জানা যায়, আলী আকবর রাজন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্রমিক ইউনিয়নের বিভাগীয় কমিটিতেও তিনি একই পদে রয়েছেন। রাজন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ জানান, ২০১৮ সালে অগ্নিসংযোগের একটি ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি রাজন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত ৭ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

এদিকে জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম দাবি করেছেন, আলী আকবর রাজন শ্রমিক ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাকে গ্রেপ্তারের পর বার বার জামিন আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি।

তার মুক্তি চেয়ে সিলেটের বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছে। এরপরও মুক্তি না পাওয়ায় এবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকেরা সর্বাত্মকভাবে কর্মবিরতি পালন করবেন বলেও তিনি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ