সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

ফতোয়ার ভাষা আর দাওয়াহর ভাষা এক নয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জিয়াউর রহমান।।

ফতোয়ার ভাষা আর দাওয়াতের ভাষা পৃথক দুটি বিষয়৷ ফতোয়ার ভাষা একটু কঠিন এবং আবেগ-অনুরাগহীন হয়ে থাকে৷ এখানে আবেগ-অনুরাগের কোনোই স্থান নেই৷ যেসব মুফতি সাহেবের মধ্যে বিবেক ও শরীয়তের উপর আবেগ ভর করে নেয়, তারা ফতোয়া প্রদানের যোগ্যতা হারিয়ে ফেলেন৷

দুনিয়াতে নিজের স্ত্রী-সন্তান হচ্ছে আবেগের সবচাইতে স্পর্শকাতর জায়গা৷ যখন কয়েকটি সন্তান রেখে স্বামী অপরিণামদর্শী হয়ে স্ত্রীকে চূড়ান্তভাবে তালাক দিয়ে দেয়, মুফতি সাহেবের কাছে এসে কান্নাকাটি করে৷ বাচ্চাদের অসহায়ত্বের বিবরণ দেয়৷ তখন একজন মুফতি সাহেবের ভেতরে যে তোলপাড় সৃষ্টি হয়, তা উত্তাল সাগরে সৃষ্ট জলোচ্ছ্বাসের চাইতেও তীব্রতর ও আলোড়ন সৃষ্টিকারী হয়৷

তখনও একজন মুফতি সাহেবকে থাকতে হয় আবেগ-অনুরাগের সম্পূর্ণ ঊর্ধ্বে৷ চোখ বুঝে সঠিক মাসআলাটা বলে দিতে হয় অকপটে৷ এটাই ফতোয়া প্রদানের নীতি-উসূল৷ ফিকহ-ফতোয়া শেখার পাশাপাশি ফতোয়া প্রদানের এই প্র্যাক্টিসটাও শেখানো হয় দারুল-ইফতাসমূহে৷

একজন মুফতি সাহেব যখন দলিল ও উসূলের ভিত্তিতে কোনো হারাম কাজকে 'হারাম' বলেন৷ নাজায়েয কাজকে 'নাজায়েয' বলেন, তখন আমরা মনক্ষুন্ন না হয়ে খুশি হওয়ার কথা যে, আলহামদুলিল্লাহ এখনো সাদাকে সাদা আর কালোকে কালো বলার লোক আছেন আমাদের মাঝে৷

কেউ একজন যখন শুধুই দাঈ হন, ফিকহ-ফতোয়ার সাথে সম্পর্কিত না হন, তিনি আবেগ দ্বারা খুব বেশি নিয়ন্ত্রিত থাকেন৷ যার কারণে মাঝেমধ্যেই তাঁর থেকে শরীয়ত লঙ্ঘনের মতো কাজ সংঘটিত হয়ে যায়৷ সেখানেও তাঁর নিয়ত ভালো থাকে, কিন্তু আবেগ গালিব হওয়ার কারণে মনের অজান্তেই শরীয়তের গণ্ডি ছাড়িয়ে যান৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ