fbpx
           
       
           
       
লাজুক তাকরীম তবে তেলোওয়াতে প্রাণচঞ্চল
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৮:৪৬ পূর্বাহ্ণ

আবু নাইম ফয়জুল্লাহ: বিনয় বিজয়কে মহাবিজয় বানিয়ে দেয়। তাকরিমের যতগুলো ছবি দেখেছি, সবগুলোতেই ও কোন দিকে যেন তাকিয়ে থাকে। সে কারো দিকে তাকায় না। নিজের দিকে তাকিয়ে থাকে। নিজের ভেতরে নিজেকে গুটিয়ে রাখে। হয়তো তখনো তার ভতরে চলতে থাকে কুরআনের সুরের অনুরণন।

সব সময় পরিশীলিত ও নিয়ন্ত্রীত হাসির রেখা ফুটে থাকে চেহারায়। বিজয়ীরা আনন্দে গা ভাসিয়ে দেয় না। তারা আনন্দকে স্মৃতিতে ধরে রেখে আগামীর পথ আবিস্কার করে।

তাকরিম সবখানে লাজুক, কথায় অপটু, স্বভাবজাত বিনয়ী। কিন্তু তিলাওয়াতের মঞ্চে পুরোপুরি প্রাণখোলা। নিঃসংকোচ, চূড়ান্ত আত্মবিশ্বাসী, শত চাকচিক্যের ভীড়েও নিজের শিল্পসত্তায় ডুবে যাওয়া এক আত্মপ্রত্যয়ী শিল্পী। তখন তাকরিম শুধু মুক্তা ঝরাতে জানে।

আমি অবাক হই, প্রতিটি উচ্চারণ কত নিখুঁত, কত মায়াবী, কত সুরমাখা। তিলাওয়াতের সময় তাকরিম যেন ঐশী সুরের মোহনা হয়ে ওঠে। এক জীবন্ত কুরআন যেন কথা বলতে থাকে।
সফল শিল্পী এমনই হয়। শুধু নিজের টার্গেটে ফোকাস থাকে। নিজের ভেতরে হারিয়ে যেতে পারে যখন তখন।

ধর্ম মন্ত্রণালয়সহ যারা তাকরীমকে অভ্যর্থনা জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সূত্র: ফেসবুক টাইমলাইন।

শিক্ষক ও প্রাবন্ধিক

সর্বশেষ সব সংবাদ