মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৬ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭


ইংল্যান্ডের টেমিসাইডে প্রথম এশীয় মুসলিম নারী ডেপুটি মেয়র নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ইংল্যান্ডের টেমিসাইড এলাকায় প্রথম এশীয় মুসলিম নারী ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তাফহিন শরিফ। তিনি পাকিস্তানি বংশোদদ্ভূত এক নারী।

তাফহিন শরিফের পূর্ব-পুরুষগণ আজাদ- কাশ্মীরের বাসিন্দা।

তাফহিন শরিফ বলেছেন, কাশ্মীর সমস্যা একটি মানবিক সমস্যা যার একটি গুরুতর সমাধান প্রয়োজন।

তিনি বলেছেন, আমাদের সবারই এই বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি করা উচিত।

টেমিসাইড মেট্রোপলিটন ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের একটি মেট্রোপলিটন বরো। এটি টেম নদীর নামে নামকরণ করা হয়েছে।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এর জনসংখ্যা ছিল ২১৯,৩২৪

সূত্র: ডেইলি জং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ