রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নেত্রকোনা-১ আসনে জমিয়তের পক্ষে লড়বেন মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী সন্ধ্যায় বসছে কমিটি, দেখা যেতে পারে রবিউল আউয়ালের চাঁদ ১৪৮ আসনে জমিয়তের প্রার্থী যারা ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

মসজিদে আ’ক’সায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে ইস*রায়ে’ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পশ্চিম তীর এবং অধিকৃত জেরুসালেমের মধ্যবর্তী সংযোগ পথ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসলায়েলি হামলার ঘটনার পর এ ঘোষণা দিয়েছে দেশটি।

জানা যায়, ইহুদি ধর্মীয় উৎসবের আড়ালে ফিলিস্তিনিদের ওপর বলপ্রয়োগ শুরু করেছে। ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে বহু ইহুদি আল আকসায় প্রবেশ করেছিল। অন্যদিকে রোজাদার ফিলিস্তিনি মুসলিমরা চরমপন্থী ইহুদিদের বাধা দেয়ার চেষ্টা করেছিল।

ইসরায়েলি এক কর্মকর্তা এক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম তীর এবং অধিকৃত জেরুসালেমের মধ্যবর্তী সংযোগ পথ বন্ধ থাকবে। নিরাপত্তা জনিত কারণে এর সময় আরও বাড়তে পারে।

ফিলিস্তিনি কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছে, তারা জেরুসালেমের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে মিসর ও জর্ডানের সাথে পরামর্শ করেছে। আল-আকসা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে বের করতে দুই আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে।

আল-আকসা মসজিদ থেকে গ্রেফতার হওয়া ৪০০ ফিলিস্তিনির মামলার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জেরুসালেমের আইনজীবীদের একটি দল। দলটি তাদের জামিনের আবেদন করার জন্য কাজ করছে।

এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্সির সরকারি মুখপাত্র নাবিল আবু রুদিনা বলেছেন, আল-আকসা মসজিদে হামলা এবং মসজিদে দখলদার বাহিনীর প্রবেশ নিয়ে যা ঘটছে তা বিপজ্জনক। এটা আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য।

আবু রাদিনা বিবৃতিতে আরও বলেছেন, আল-আকসা মসজিদে এই বর্বর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য সমস্ত আন্তর্জাতিক পক্ষের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। যেন বিষয়টা হাতের বাইরে না যায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী আল-আকসা মসজিদে হামলা চালায় এবং মুসল্লিদের উপর কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড বর্ষণ করে। এসময় শতাধিক মুসল্লি আহত হয়।

ইসলায়েলি পুলিশ জানিয়েছে, আল-আকসা মসজিদ থেকে প্রায় ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ