রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেনের মধ্যে সবচেয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার আলোচনা হয়। তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে মুখোমুখি হন দুই দেশের প্রতিনিধিরা।

এর আগে আরও দুইবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। কিন্তু সেবার কোনো ফলাফল আসেনি।

কিন্তু ইস্তানবুলে হওয়া আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাশিয়া-ইউক্রেন।

আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু জানিয়েছেন, এবারের আলোচনা সবচেয়ে ফলপ্রসু হয়েছে।

আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয়েও তারা একমত প্রকাশ করেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, আরও গুরুতর বিষয়গুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা ফলপ্রসু হলে এরপর দুই দেশের প্রেসিডেন্টও আলোচনায় বসতে পারেন।

এদিকে ইস্তানবুলে আলোচনা শেষে রাশিয়া ঘোষণা দেয় তারা রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকাগুলোতে হামলা বন্ধ করে দেবে। যা যুদ্ধবিরতিরই ইঙ্গিত।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ