বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার

আল্লামা নুরুল ইসলাম ছিলেন দুঃসময়ে উম্মাহর বিচক্ষণ কাণ্ডারী: ইউকে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ নাঈম আহমদ: লন্ডন থেকে> হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওত বাংলাদেশ এর কেন্দ্রীয় আমীর আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামী রাহঃ'র ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে র উদ্যোগে লন্ডনের মারকাজুল উলূম মাদ্রাসা মিলনায়তনে তাৎক্ষণিক দোয়া মাহফিল আয়োজন করা হয়।

গত (২৯ নভেম্বর) সোমবার আয়োজিত এ সভায় তেলাওয়াতে কোরআন শরীফের মাধ্যমে মরহুম আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামী রাহঃ'র জন্য ঈসালে সওয়াবের এহতেমাম করা হয়। দোয়া মাহফিলে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দ তাঁদের অভিব্যক্তি সূচক ও স্মৃতি চারণ মূলক বক্তব্যে বলেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামী দুঃসময়ে উম্মাহর বিচক্ষণ কান্ডারীর ভূমিকা অত্যন্ত হেকমত, সাহসিকতা ও সচেতনতার সাথে পালন করে গেছেন।

তিনি নিজের স্বাস্থ্যগত কঠিন অবস্থার ন্যূনতম কোন তোয়াক্কা না করে তাঁর জীবনের শেষ বক্তব্যেও কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তি দাবি করে নিষ্টাপূর্ণ নেতৃত্বের মে বিরল উদাহরণ স্থাপন করে গেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীকে উম্মাহর সত্যিকার দরদী অভিভাবক আখ্যায়িত করে তাঁর ঐতিহাসিক দ্বিনী ও জাতীয় অবদান কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীর বর্ণাঢ্য জীবন, ওয়াজ নসীহত ও তাফসীরের মাধ্যমে দেশের আনাচে কানাচে ইসলাম প্রচার, অসাধারণ প্রতিভা, বহুমাত্রিক যোগ্যতা, মার্জিত চরিত্র এবং বিগলিত হৃদয়ের অশ্রু বিজড়িত উম্মাহর কল্যান চিন্তা ইত্যাদি খেদমত ও গুণাবলী সম্পর্কে হৃদয়গ্রাহী আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে র সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম। অন্যান্যের মধ্যে মরহুম আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীর স্মৃতি চারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে র কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজহার বিন নুর , ইউকে জমিয়তের সহকারী ট্রেজারার মুফতী মুতাহির সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়া উদ্দিন, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ। সদস্য মোহাম্মদ আলী আহমদ, মোহাম্মদ আরিফ আহমদ প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আরো বলেছেন, দেশের শীর্ষ আলেম আল্লামা নূরুল ইসলামের এর ইন্তেকালে আমরা একজন দরদী অভিভাবককে হারালাম। তাঁর এই শূন্যস্থান সহজে পুরণ হবার নয়। আল্লামা নূরুল ইসলাম (রহ.) হেফাজতে ইসলামের ব্যানারে ঈমান-আক্বিদার সুরক্ষায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছিলেন। পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি হিসেবে তিনি কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং প্রচার-প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তিনি আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াত আন্দোলনের সভাপতির দায়িত্বে ছিলেন। কওমি উলামায়ে কেরামের যে কোন সংকটে তাঁর বুদ্ধিদীপ্ত নেতৃত্বপূর্ণ ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর কাছ থেকে ব্যাপক দ্বীনি খিদমত নিয়েছেন।

মাহফিলে আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামী রাহঃ র আত্মার মাগফেরাত ও পরকালীন দরজা বুলন্দীর জন্য কায়মনোবাক্যে মোনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ