মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭


ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে অন্ধভাবে কাজ করছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে একেবারে অন্ধভাবে কাজ করছে অস্ট্রেলিয়া।

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অস্ট্রেলিয়া কালো তালিকাভুক্ত করার পর তার প্রতিবাদ ও সমালোচনা করে এই বক্তব্য দিল লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি।

গতকাল বুধবার লেবাননের আল-মানার টেলিভিশনে প্রচারিত হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার চাপের কাছে অত্যন্ত লজ্জাজনকভাবে অস্ট্রেলিয়া আত্মসমর্পণ করেছে।

সংগঠনটি সুস্পষ্ট করে বলেছে, অস্ট্রেলিয়া যে সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমা দেশগুলো এর আগে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে এতে হিজবুল্লাহর অবস্থানে কোনো প্রভাব পড়বে না। লেবাননের স্বাধীনতা ও দেশের জনগণের অধিকার রক্ষা এবং প্রতিরোধকামী সংগঠনগুলোকে সমর্থন করে যাচ্ছে হিজবুল্লাহ, তার এ অবস্থান অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের কারণে লেবাননের জনগণের নৈতিক মনোবল ভেঙে পড়বে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ