বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’

‘বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স’ বই পড়ে মার্কিন নাগরিকের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কলেজের দুই সহপাঠীর মাধ্যমে ইসলামের সঠিক রূপ জানতে পারেন মার্কিন নাগরিক মিস মালিক। ড. মরিস বুকাইলির ‘বাইবেল, কোরআন ও বিজ্ঞান’ বইটি পড়ে ইসলাম সম্পর্কে সংশয় দূর হয় এবং মুসলিম হন। কিন্তু ইসলাম গ্রহণের পর ঘর ছাড়তে হয়েছিল এই নওমুসলিম নারীকে। জীবনের সেই সংকটকাল সম্পর্কে তিনি বলেন—

আমি একজন নওমুসলিম নারী। আমেরিকার ভার্জিনিয়া রিচমন্ডে বেড়ে উঠেছি। এক বছর আগেও কোনো মুসলিমের সঙ্গে আমার পরিচয় ছিল না। আমি জানতামও না যে আমার শহরে ইসলামিক সেন্টার আছে। যা হোক, আমি ইসলামের প্রতি খুবই কৌতূহলী ছিলাম; কিন্তু পড়ার মতো কিছু খুঁজে পাচ্ছিলাম না।

অবশ্য বিশ্বকোষসহ অন্য বই পড়েছিলাম। তবে তা ছিল অমুসলিমদের লেখা। তারা বলেছে, মুহাম্মদ সা. সপ্তম শতাব্দীতে কোরআন রচনা করেছেন, মুসলিমরা কালো পাথরের পূজা করে, ইসলাম নারীর প্রতি বিদ্বেষ ছড়ায়। তারা আরো বলে, মুহাম্মদ সা. বাইবেল নকল করেছেন, ইসলাম তরবারির জোরে প্রসার লাভ করেছে এবং সব মুসলিম ছিল আরব। একটি বইয়ে এটাও দাবি করা হয়েছে যে ‘আল্লাহ’ শব্দটি ‘আল-লুত’ থেকে নেওয়া। লুত হলো প্রাচীন আরবের চন্দ্রদেবী। নাউজুবিল্লাহ! এর সবই ছিল মিথ্যা। এরপর আমার কলেজে দুজন পাকিস্তানি মুসলিম নারী এলেন। তাঁদের সঙ্গে আমার সখ্য হলো এবং তাঁদের সব ধরনের প্রশ্ন করতে শুরু করি।

১২ বছর বয়সেই আমি খ্রিস্টধর্ম ত্যাগ করি। সুতরাং আমার ভেতর বিশ্বাসের কোনো লড়াই ছিল না। আমি জীববিজ্ঞানের ছাত্র ছিলাম এবং আমার কোনো ধর্ম ছিল না। তারা যা বলেছিল তা আমাকে অবাক করেছিল। আমি বুঝতে পারি যে ইসলাম সম্পর্কে আমার পূর্বধারণাগুলো মিথ্যা ছিল। এরপর আমি গ্রীষ্মের ছুটিতে বাড়ি এলাম। আমার নিজস্ব অ্যাপার্টমেন্ট হলো এবং আমি প্রতিদিন ৭-১১ ঘণ্টা কাজ করতাম। যে দোকানে আমি কাজ করতাম সেখানে একজন কালো বোরকাপরা নারী এলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কোথায় ইবাদত করে। সে যখন বলল—যে সড়কে আমি কাজ করি সে সড়কেই একটি ইসলামিক সেন্টার আছে। আমি বিস্মিত হলাম।

পরের দিন আমি ইসলামিক সেন্টারে গেলাম। কিন্তু সেখানে কেউ ছিল না। পরের দিন আবার গেলাম—সম্ভবত দিনটি শুক্রবার ছিল। সেখানে কয়েকজন মানুষ পাওয়া গেল। একজন পুরুষ আমাকে জানালেন পরের সপ্তাহে দুপুরে গেলে আমি হয়তো কয়েকজন নারীর সঙ্গে কথা বলতে পারব। সে যে দুপুর বলতে জোহরের নামাজের সময় বুঝিয়েছে তা বুঝতে পারিনি এবং সেটা আমার জানাও ছিল না।

পরের সপ্তাহে আমি দুপুর ১২টায় উপস্থিত হলাম; কিন্তু সেখানে কাউকে পেলাম না। কিছু কারণে আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ! আমি দেড় ঘণ্টা অপেক্ষা করার পর কয়েকজন মুসলিমের সঙ্গে পরিচয় হলো এবং একজন মুসলিম নারী আমাকে মরিস বুকাইলির ‘বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স’ বইটি উপহার দিলেন। বইটি পড়ার পর আমার ভেতর ইসলামগ্রহণের তাগাদা অনুভব করলাম। কেননা আমি নিশ্চিত হলাম কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ। কোনো নিরক্ষর ব্যক্তি তা রচনা করেনি। পরের সপ্তাহে আমি মুসলিম হওয়ার ইচ্ছায় ইসলামিক সেন্টারে গেলাম।

বাবা বিষয়টি জানতে পেরে প্রচণ্ড খেপে গেলেন। আমার অ্যাপার্টমেন্টে এসে সব কিছু ছুড়ে ফেলেন, এমনকি কোরআনও। বাধ্য হয়ে আমি পুলিশ ডাকলাম। কিন্তু পুলিশ সাহায্য করতে অস্বীকার করল। তারা বলল, তুমি কি মনে কোরো না তিনি ঠিক কাজ করছেন? আমি ঘরছাড়া হলাম এবং টেনিসির ন্যাশভিলে স্থানান্তরিত হলাম। ঘর ছেড়ে চলে আসতে হলেও বাবার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল।

কেননা ইসলাম মা-বাবা অবিশ্বাসী হলেও তাদের সম্মান করতে বলেছে। এ ছাড়া আমি ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর ঘটনা পড়েছিলাম। তিনি তাঁর বোনকে আঘাত করার পর যখন ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তখন বোনের আহত মুখ দেখে তার মন নরম হলো এবং ইসলামের পথে এলেন। আল-হামদুলিল্লাহ! আমিও সুফল পেলাম। এই গ্রীষ্মে তিনি ইসলাম গ্রহণের ব্যাপারে তেমন কোনো মন্তব্য করলেন না। আমি মনে করি, তিনি বুঝতে পেরেছেন ইসলাম গ্রহণ করে আমি কোনো ভুল করিনি।

‘নিউ মুসলিমস স্টোরি’ থেকে আবরার আবদুল্লাহর অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ