আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কোভ্যাক্সের অধীনে ২৪ কোটি ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের প্রয়োজন ২৬ কোটি ডোজ টিকা। বাকি টিকা স্থানীয়ভাবে উৎপাদন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব টিকা আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যেই পাবে বাংলাদেশ।
তিনি জানান, টিকা দেয়ার ক্ষেত্রে বিশ্বের ১শ’ ৩৫টি দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সেসব দেশের নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে যুক্তরাজ্য রেডএলার্ট না দিলেও, বাংলাদেশকে দিয়েছে। বাংলাদেশে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট আছে বলে যুক্তরাজ্য দাবী সত্য নয় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
-এটি